অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপকে ‘সেমি অটোমেটেড অফসাইড’ প্রযুক্তি আনার কথা থাকলেও বিশ্বকাপের আগেই তারা এ প্রযুক্তি দেখতে পারবে রিয়াল মাদ্রিদ ম্যাচে।
জানা গেছে, উয়েফা সুপার কাপের ম্যাচে আগামী ১০ আগস্ট রাতে ফিনল্যান্ডের হেলসিংকিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তিটি ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। অফসাইড নিয়ে নিখুঁত সিদ্ধান্ত দিতে এ প্রযুক্তিতে অপটিক্যাল ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা হবে। ইনফ্রারেড মার্কারের মাধ্যমে রিয়েল টাইমে মাঠে খেলোয়াড় ও বলের অবস্থান বোঝা যাবে। এর আগেও এ প্রযুক্তির ব্যবহার হয়েছে। তবে সেটা পরীক্ষামূলকভাবে। গত ফেব্রুয়ারিতে আবুধাবিতে ফিফা ক্লাব বিশ্বকাপ এবং কাতারে গত ডিসেম্বরে আরব কাপে সেমি অটোমেটেড অফসাইড সিস্টেম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়।