অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপকে ‘সেমি অটোমেটেড অফসাইড’ প্রযুক্তি আনার কথা থাকলেও বিশ্বকাপের আগেই তারা এ প্রযুক্তি দেখতে পারবে রিয়াল মাদ্রিদ ম্যাচে।
জানা গেছে, উয়েফা সুপার কাপের ম্যাচে আগামী ১০ আগস্ট রাতে ফিনল্যান্ডের হেলসিংকিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তিটি ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। অফসাইড নিয়ে নিখুঁত সিদ্ধান্ত দিতে এ প্রযুক্তিতে অপটিক্যাল ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা হবে। ইনফ্রারেড মার্কারের মাধ্যমে রিয়েল টাইমে মাঠে খেলোয়াড় ও বলের অবস্থান বোঝা যাবে। এর আগেও এ প্রযুক্তির ব্যবহার হয়েছে। তবে সেটা পরীক্ষামূলকভাবে। গত ফেব্রুয়ারিতে আবুধাবিতে ফিফা ক্লাব বিশ্বকাপ এবং কাতারে গত ডিসেম্বরে আরব কাপে সেমি অটোমেটেড অফসাইড সিস্টেম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited