যে কারণে ভারতে তৈরি হচ্ছে আইফোন-১৪

যে কারণে ভারতে তৈরি হচ্ছে আইফোন-১৪

অনলাইন ডেস্ক :

এবার ভারতে আইফোন ১৪ তৈরি করার কথা জানিয়েছে অ্যাপল। সোমবার (২৬ সেপ্টেম্বর) অ্যাপল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানিয়েছে। চীনের ওপর নির্ভরতা কমাতেই কোম্পানিটি এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের শীতলতায় চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে অ্যাপল। এছাড়াও করোনার প্রকোপ ঠেকাতে চীনের আরোপিত কঠোর লকডাউন অ্যাপলের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে। চলতি মাসেই আইফোন-১৪ উন্মুক্ত করে অ্যাপল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা সক্ষমতার কারণে আইফোন-১৪ প্রযুক্তিখাতে বড় পরিবর্তন এনেছে। ভারতে আইফোন-১৪ উৎপাদন হচ্ছে, এই খবর দিতে পেরে আমরা আনন্দিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *