বিশ্ব পর্যটন দিবসে কুবিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

বিশ্ব পর্যটন দিবসে কুবিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

অনলাইন ডেস্ক :

বিশ্ব পর্যটন দিবসে কুবিতে পরিচ্ছন্নতা কর্মসূচি
বিশ্ব পর্যটন দিবসে কুবিতে পরিচ্ছন্নতা কর্মসূচি
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে কুমিল্লা ইউনিভার্সিটি ট্র্যাভেলার্স সোসাইটি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ‘পর্যটন দিবসের অঙ্গীকার, ক্যাম্পাস থাকুক পরিষ্কার’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও চত্বর প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি সচেতনাতামূলক লিফলেট বিতরণ করে সংগঠনের সদস্যরা। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ট্র্যাভেলার্স সোসাইটির উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মাহফুজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। উল্লেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি প্রথম ভ্রমণ বিষয়ক সংগঠন হিসেবে ২০২১ সালের ২০ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *