নিউজ ডেস্ক :
ভৈরব শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড দুর্জয় মোড় সংলগ্ন রফিকুল ইসলাম মহিলা কলেজ সড়কে ৫ ডিসেম্বর ২০২১খ্রি রবিবার বাদ আসর ভৈরব প্যালেস পার্টি সেন্টার আধুনিক কনভেনশন হলের শুভ উদ্ভোধন করা হয়েছে। ভৈরবের ৩ জন তরুণ সমাজকর্মী জীবন ইসলাম বাদল, মোঃ দ্বীন ইসলাম ও মোঃ শফিকুল ইসলাম এর প্রতিষ্ঠিত নান্দনিকতার ছোঁয়া চমৎকার পরিবেশে বৈচিত্র্যময় আলোকসজ্জায় ভরপুর এই পার্টি সেন্টার টির কেক কেটে শুভ উদ্বোধন করেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।
উদ্বোধনী অনুষ্ঠানের পুর্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন , রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ আলাল উদ্দিন প্রমূখ।