অনলাইন ডেস্ক :
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে উত্তপ্ত সারাবিশ্ব। এরই মধ্যে মেক্সিকোর টপ ডিভিশন ফুটবল লিগে আটলাস এফসি ও কুয়েরেতারোর মধ্যকার ম্যাচ ঘিরে সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। মেক্সিকান সংবাদমাধ্যম ইউনিভার্সাল দিপোর্তেসে বলা হয়েছে, ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত আটলাস ও কুয়েরেতারোর ম্যাচ ঠিকঠাকই চলছিল। এ সময়ে ১-০ গোলে পিছিয়ে পড়ে কুয়েরেতারো। বিপত্তিটা বাধে এর পরই। হঠাৎ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্যালারিতে থাকা সমর্থকরা। অনেকে বলছেন, মারামারি করার এমন নজির আগেও দেখা গেছে মেক্সিকান ফুটবল অনুরাগীদের মধ্যে। তবে এবারের মতো কখনোই রক্তারক্তি হয়নি।