‘এখনই মাস্ক খুলে ফেলার মতো কিছু হয়নি’

‘এখনই মাস্ক খুলে ফেলার মতো কিছু হয়নি’

অনলাইন ডেস্ক :

ওমিক্রনের মাত্রা সহনীয় পর্যায়ে এসেছে বলে উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছেন, বর্তমানে ওমিক্রনের মাত্রা আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। এখন যে শনাক্ত হচ্ছে তার সবই প্রায় ওমিক্রন। স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া অন্য কোনো উপায় এখনো নেই। দীর্ঘ মেয়াদী আমাদের এগুলো পালন করতে হবে। রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, এখনই মাস্ক খুলে ফেলার মতো কিছু হয়নি। আমরা দেখেছি, ইতোমধ্যে অনেকেই ভাবছেন ওমিক্রনের প্রভাব কমে গেছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলছে না। মাস্ক খুলে ফেলার পেছনে যুক্তি দিচ্ছেন। আমাদের খেয়াল করতে হবে, গতকালও ১৩ জন মানুষ মারা গেছেন। ৩৬২ জন শনাক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *