ক্রিকেট ডেস্ক :
যার উপর নির্ভর বাংলাদেশ, সেই মোস্তাফিজ নিজেই নির্ভার। কিন্তু কতোটা নির্ভার বাংলাদেশের ব্যাটিং? যেভাবে ব্যাটিং করছেন মুশফিক-সাকিবরা, তা অপছন্দ ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের। দুশ্চিন্তার নাম ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ। তাই নতুন ফর্মুলা দিলেন শিষ্যদের। আজ অনুশীলন শেষে ব্যাটিং কোচ বলেন, জিম্বাবুয়েতে আমরা ভালোই লক্ষ্য তাড়া করেছি। অস্ট্রেলিয়া সিরিজে আফিফ ও সোহান রান তাড়ায় পারদর্শিতা দেখিয়েছে। গুরুত্বপূর্ণ হল দলের ব্যাটসম্যানদের কম্বিনেশন। আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা স্ট্রাইক রোটেট করতে পারে আবার এমন খেলোয়াড়ও আছে যারা বাউন্ডারিও হাকাতে পারে।