ক্রিকেট ডেস্ক :
যার উপর নির্ভর বাংলাদেশ, সেই মোস্তাফিজ নিজেই নির্ভার। কিন্তু কতোটা নির্ভার বাংলাদেশের ব্যাটিং? যেভাবে ব্যাটিং করছেন মুশফিক-সাকিবরা, তা অপছন্দ ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের। দুশ্চিন্তার নাম ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ। তাই নতুন ফর্মুলা দিলেন শিষ্যদের। আজ অনুশীলন শেষে ব্যাটিং কোচ বলেন, জিম্বাবুয়েতে আমরা ভালোই লক্ষ্য তাড়া করেছি। অস্ট্রেলিয়া সিরিজে আফিফ ও সোহান রান তাড়ায় পারদর্শিতা দেখিয়েছে। গুরুত্বপূর্ণ হল দলের ব্যাটসম্যানদের কম্বিনেশন। আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা স্ট্রাইক রোটেট করতে পারে আবার এমন খেলোয়াড়ও আছে যারা বাউন্ডারিও হাকাতে পারে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited