
অনলাইন ডেস্ক :
বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী ইলন মাস্ক এবার নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনতে যাচ্ছেন বলে জানা গেছে। রোববার (২৭ মার্চ) তার এক টুইটের পর বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এক টুইটার ব্যবহারকারী ইলন মাস্ককে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে প্রশ্ন করলে- অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করছেন বলে জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যদিও এর দু’দিন আগে সোশ্যাল মিডিয়া ও তার নীতির সমালোচনা করেন এই বিলিওনিয়ার। গত শুক্রবার (২৫ মার্চ) একটি টুইটার পোলে অংশ নেন তিনি। টুইটার বাকস্বাধীনতার নীতি মেনে চলে কি না, এই বিষয়ে ‘না’ বলেই মত দিয়েছিলেন ইলন। সেই সঙ্গে সেটি শেয়ার করে লেখেন, ‘এই ভোটের ফলাফল গুরুত্বপূর্ণ। সতর্ক হয়ে ভোট দিন।’ এরপর রোববার ইলন মাস্কের এমন ঘোষণা আলোচনার সৃষ্টি হয়েছে।