কামরুল ইসলাম (মেহেরপুর প্রতিনিধি) :
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করেন ১৫০জন চাষি। সোমবার (২৮মার্চ) সকাল ১১টায় গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।
গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন, মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুনর রশীদ। গাংনী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। কর্মকর্তাবৃন্দ পাট চাষের নিয়মাবলী ও করণীয় সম্পর্কে চাষিদেরকে অবহিত করেন।