অনলাইন ডেস্ক :
আইলারে নয়া দামান খ্যাত গানের শিল্পী তসিবা এখন দারুণ জনপ্রিয়। নতুন নতুন গানের মাধ্যমে দর্শকহৃদয় জয় করে চলেছেন।
এবার ঈদুল ফিতর উপলক্ষে আসছে এফ এ প্রিতমের সুর ও সংগীতে এ শিল্পীর নতুন গান “জানু স্বামী”। গানটি লিখেছেন ইলিয়াস হোসেন। সম্প্রতি বিশাল আয়োজনে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়। রোহান-বেলালের কোরিওগ্রাফিতে গানটিতে মডেল হিসেবে অভিনয় করেন আলিফ ও জয়া। গানটির চিত্রগ্রহন করেন আরিয়ান এবং গানটি নির্মান করেন সামছুল হুদা।
গানটি সম্পর্কে শিল্পী তসিবা বলেন, এফ এ প্রীতম ও আমার “কালাচান” গানের ব্যাপক সাফল্যের পর অনেক দারুন দারুন গান করেছি আমরা। তবে “জানু স্বামী” গানটি অন্যান্য সব গানের চেয়ে আলাদা। আশাকরি এই গান ও মিউজিক ভিডিওটি দর্শকরা দারুন ভাবে গ্রহন করবে।
পরিচালক সামছুল হুদা বলেন, “জানু স্বামী” গানটি অসাধারণ একটি গান। আমি চেষ্টা করেছি ভিডিওটি দারুনভাবে ফুটিয়ে তোলার। আশা করি এই ঈদের ধামাকা একটি মিউজিক ভিডিও হবে।
উল্লেখ্য, গানের মিউজিক ভিডিওটি খুব শীঘ্রই “তসিবা বেগম”অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।