কক্সবাজারে অত্যাধুনিক প্রযুক্তি সেবা চালু করলো ট্যুরিস্ট পুলিশ

কক্সবাজারে অত্যাধুনিক প্রযুক্তি সেবা চালু করলো ট্যুরিস্ট পুলিশ

অনলাইন ডেস্ক :

কক্সবাজার সমুদ্র সৈকতে অত্যাধুনিক নিরাপত্তা জোরদার করতে ট্যুরিস্ট পুলিশ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। কক্সবাজারের প্রধান তিনটি বিচে পর্যটকরা যেন সরাসরি পুলিশের সেবা পেতে পারেন সেজন্য ইন্টারকম ও ইমার্জেন্সি বাটন স্থাপন করা হয়েছে। কোন পর্যটক বিচে বিপদের সমুখিন হলে বাটনে চাপ দিলে বেল বেজে উঠবে এবং তা শোনার সঙ্গে সঙ্গে সেখানে দ্রুত হাজির হবে ট্যুরিস্ট পুলিশের টিম।

এবার কক্সবাজারে ঈদের পর থেকে আসা পর্যটকরা এমন নিরাপত্তা সেবা উপভোগ করতে পারবেন। চুরি, ছিনতাই, হারিয়ে যাওয়া জিনিসপত্রসহ একাধিক বিষয়ে সেবা নিশ্চিত করতে পুলিশের এই ব্যতিক্রম উদ্যোগ। ট্যুরিস্ট পুলিশের এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছে ভ্রমণপ্রেমীরা।

বিগত সময়ে এমন উদ্যেগগুলো না থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে নানান অপরাধ ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যার মধ্যে ছিল পর্যটকের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি, ছিনতাই, নারী ঘটিতসহ একাধিক ঘটনা।

এই বিষয়ে গণমাধ্যমকে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, টুরিস্ট পুলিশ সমুদ্র সৈকতের সব ধরনের নিরাপত্তা জোরদার করতে সবসময় বদ্ধপরিকর। সৈকতে কেউ নাশকতা করলে ইমার্জেন্সি কল সেন্টার থেকে সরাসরি সেবা উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট স্থানে দেওয়া বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যেই পাওয়া যাবে টুরিস্ট পুলিশের পর্যটনসেবা। ধাপে ধাপে পর্যটকদের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। পুরো সমুদ্র সৈকতকে নিরাপত্তার চাদরে ঢেলে সাজানো হচ্ছে এবং ট্যুরিস্ট পুলিশ সবসময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে ইন্টারকম ও ইমার্জেন্সি বাটন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পর্যটকরা ট্যুরিস্ট পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন। একজন পর্যটক যেকোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার কবলে নিজে পড়ুক বা অন্য কারও সমস্যা দেখতে পেয়ে শুধু একটা বাটনে ক্লিক করলেই ট্যুরিস্ট পুলিশ পৌঁছে যাবে সেখানে।

রবিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে তিনটায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ব্যতিক্রমী সেবা চালু করা হয়।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা দিতে সাদা পোশাকধারী নারী-পুরুষ মিলে একাধিক ট্যুরিস্ট পুলিশের গোয়েন্দা টিমের টহল জোরদার করা হবে। পাশাপাশি দিনের বেলায় ড্রোন ক্যামরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *