জীবনযাত্রা ডেস্ক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরে মধ্যে চারদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও জরুরি সেবা হিসেবে অক্সিজেন আমদানি সচল থাকবে। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ডা. নিয়ামুল ইসলাম। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরে মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে। এছাড়া আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের দুটি টিম প্রস্তুত করা হয়েছে।