প্রকাশ পেল শোয়েব চৌধুরীর কথায় আশিকের ‘আমারে বানাইলো দেওয়ানা’

প্রকাশ পেল শোয়েব চৌধুরীর কথায় আশিকের ‘আমারে বানাইলো দেওয়ানা’

অনলাইন ডেস্ক :

এ প্রজন্মের কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক। নিয়মিত গান করছেন তিনি। তারই ধারাবাহিকতায় ঈদ আয়োজনে সম্প্রতি ক্রাউন প্লাস ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল তার নতুন গান ‘আমারে বানাইলো দেওয়ানা’। শ্রোতাপ্রিয় গীতিকবি শোয়েব চৌধুরীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সময়ের তরুণ দর্শকপ্রিয় সঙ্গীত পরিচালক রানা আকন্দ।

নতুন গান প্রসঙ্গে আশিক বলেন, গানের কথাগুলো শ্রুতিমধুর। দর্শকদের কথা মাথায় রেখেই নিজের সেরাটা দিয়ে গেয়েছি। আশা করছি, আমার নতুন গানটি সবার পছন্দ হবে।

শোয়েব চৌধুরী বলেন, এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আশিকের গায়কী ভালো। ওর কথা ভেবেই গানটি লেখা। আশা করছি, বাংলা গান প্রেমীরা আমাদের নতুন গানটি পছন্দ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *