অনলাইন ডেস্ক :
আওয়ামী লীগের নবগঠিত কমিটি গঠনের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলের একটি অংশের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে লক ডাউন চলাকালে এই কর্মসূচি চলে। এই সময় নেতাকর্মীদের মধ্যে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে দেখা গেছে।
করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে সরকার নয় দিনের বিরতি শেষে শুক্রবার থেকে ফের কঠোর লকডাউন ঘোষণা করেছে, যা চলার কথা আগামী ৫ অগাস্ট পর্যন্ত।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাবেক সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে এক সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দুপুর ১২টায় পাকুন্দিয়া উপজেলা ডাকবাংলো চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, দলের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, সদস্য জসিম উদ্দীন, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ।
সমাবেশে বক্তারা নবঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়।
সমাবেশ শেষে ডাকবাংলো মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাকুন্দিয়া পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সূত্র : বিডিনিউজ। ছবি : সময় টিভি।