ভৈরব প্রতিনিধি :
গেল কয়েকদিনে কিশোরগঞ্জের ভৈরবে একাধিক গ্রাহকের বিদ্যুতের ক্যাবল চুরি হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, ভৈরব কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একাধিক বাসার বিদ্যুৎ এর সার্ভিস লাইনের তার চুরি হয়েছে। তবে বাসিন্দারদের বিদ্যুৎ এর সার্ভিস লাইনের তার কে বা কারা চুরি করেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ভৈরব দুর্জয় মোড় এলাকার বাসিন্দা ভৈরবের স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান তার ফেসবুক পোস্টে জানান,তার বাসার অনুমানিক ১৫ হাজার টাকার মূল্য বিদ্যুৎ সংযোগের সার্ভিস তার বিদ্যুৎ চলাকালীন সময়ে রাতের বেলায় অজ্ঞাত চোর চুরি করে নিয়ে গেছে।
বিদ্যুৎ এর সার্ভিস তার চুরি যাওয়ায় ঐ এলাকার একাধিক বাসিন্দাদের মনে উৎকন্ঠা দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।