অনলাইন ডেস্ক :
নেটফ্লিক্সের আদলে গড়ে তোলা মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের স্ট্রিমিং সাইট ‘অ্যাপল টিভি প্লাস’ অস্কার জিতে ইতিহাস গড়েছে। এবারের অস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘কোডা’ সিনেমাটি। ২০২১ সালে ‘সানড্যান্স ফিল্ম ফেস্টিভাল’-এ মুক্তি পেয়েছিল ‘কোডা’। তারপর রেকর্ড আড়াই কোটি ডলারে সিনেমাটি কিনে নিয়েছিল অ্যাপল টিভি প্লাস। অস্কারের মঞ্চে নেটফ্লিক্সের বহুল প্রশংসিত ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’ সিনেমার বিপরীতে ‘কোডা’র হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। সিনেমাটির জন্য সেরা পরিচালকের পুরষ্কার জিতেছেন নিউজিল্যান্ডের নারী পরিচালক জেন ক্যাম্পিয়ন। ২০২০ সালে বৈশ্বিক মহামারীর কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় অস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নেয়ার শর্ত পাল্টাতে বাধ্য হয়েছিল ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’। সিনেমা অন্তত সাতদিন প্রেক্ষাগৃহে দেখাতে হবে এমন শর্ত থেকে সরে আসে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার কর্তৃপক্ষ। স্ট্রিমিং সেবায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত ছিল বলে মন্তব্য করেছে রয়টার্স। প্রথমবারের মতো অ্যাকাডেমি বা অস্কার পুরস্কার পেল কোনো অনলাইন স্ট্রিমিং সাইটের সিনেমা।