অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয় খ্যাত মোহাম্মদ আশরাফুল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এখনও স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার। এজন্য ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণে উঠেপড়ে লেগেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল হাতে আলো ছড়ানোর পর এবার ব্যাট হাতেও দেখালেন আগের সেই লড়াকু মানসিকতা। শুক্রবার (২৫ মার্চ) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং বিপর্যয়ের মাঝে আশরাফুল একাই লড়াই করে হাফ সেঞ্চুরি উপহার দিয়েছেন। ইনিংসে ছিল ৭টি চারের মার। আউট হওয়ার আগে ৯৬ বলের মোকাবেলায় তার সংগ্রহ ছিল ৫৫ রান। ৪৪.১ ওভারে মাত্র ১৫৮ রানে অল-আউট হয়ে যায় ব্রাদার্স। শেখ জামালের পক্ষে পারভেজ রাসুল ৩টি এবং সুমন খান ও সানজামুল ইসলাম ২টি করে উইকেট নেন।