
পবিত্র শবে বরাত
সোহানু্র রহমান (সোহান)
আজ পবিত্র শবে বরাত
মুক্তি ভাগ্য রজনী,
এ রাতের অনেক গুরুত্ব আমরা সবে জানি – মানি ।
শবে বরাতের আরও নাম
পবিত্র কুরআনে লাইলাতুল বরাত,
এরাতে সুন্নাত আমলসমুহে অনেক
ফযিলত।
কর জিকির,দরুদ পাঠ,কোরআন
তিলাওয়াত,
নফল নামাজ, তাওবা,
আরও পরিবারে আপনজন যারা অাছে অন্ধকার কবরে চির নিদ্রায় শায়িত কর
তাদের
কবর জিয়ারত।
আল্লাহ আজকের বরকতময়
মহিমান্বিত রাতে,
ওগো দয়াময়
এবাদত বন্দেগী করতে পারি যেন
সহিহ ছালামতে।
শবে বরাতের এই রাতে
আমরা ভাগ্যবান এ ভাগ্য রজনী
পেয়ে,
আল্লাহ এ রাতে আমল করার তৌফিক কর
দান
ওগো প্রিয় দয়াময়।