তামার কয়েন ‘প্রত্নতাত্ত্বিক’ বলে ৫ কোটি টাকায় বিক্রি!

তামার কয়েন ‘প্রত্নতাত্ত্বিক’ বলে ৫ কোটি টাকায় বিক্রি!

অনলাইন ডেস্ক :

রাজধানীর গুলিস্তান থেকে কেনা হয় তামার কয়েন। যার দাম ৪০-৫০ টাকা। এরপর সেসব কয়েন প্রত্নতাত্ত্বিক দাবি করে বিক্রি হতো কোটি টাকায়। টার্গেটকৃত ব্যক্তির সঙ্গে ভুয়া সেসব কয়েনের দরদাম চলতো পাঁচতারকা হোটেলে। প্রতারক চক্রের সদস্যরা নিজেদের লোকদের বিক্রেতা, রসায়নবিদ ও দালাল সাজিয়ে এমন পরিবেশ তৈরি করতেন যে, যার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকেই। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের তিন দালাল ও কথিত এক রসায়নবিদকে গ্রেফতার করে ডিবি। যারা তামার তৈরি ৫০ টাকার কয়েন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিক্রি করে আসছিলেন কোটি টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *