
অনলাইন ডেস্ক :
করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের মিডিয়া পাড়ার ৩০ জন তারকা। তাঁদের অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থতার পথে। সর্বশেষ বলিউড অভিনেত্রী ঈশা গুপ্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘সব ধরনের সাবধানতা নেওয়া সত্ত্বেও কোভিড পজিটিভ হয়ে গেছি। নিজেকে এখন বাড়িতে আইসোলেশনে রেখেছি। আমার বিশ্বাস যে আমি শক্তভাবে এবং ভালোভাবে স্বাভাবিক জীবনে ফিরব। আপনারা সুরক্ষিত থাকুন, মাস্ক পরুন। নিজের এবং প্রিয়জনদের সুরক্ষিত রাখুন। আর মাস্ক পরতে একদমই ভুলবেন না। সবাইকে আমার ভালোবাসা।’ এ তালিকায় আছেন জন আব্রাহাম, ম্রুণাল ঠাকুর, কারিনা কাপুর খান, অমৃতা অরোরা, অর্জুন কাপুর, নোরা ফতেহি, শিল্পা শিরোদকর, প্রিয়দর্শন, মধুর ভান্ডারকর, সোনু নিগম, বিশাল দদলানি, প্রেম চোপড়া, মিথিলা পালকর, আলেয়া এফ, নকুল মেহেতা, অর্জুন বিজলানি, বরুণ সুদ, শারদ মালহোত্রা, শিখা সিং, একতা কাপুরসহ আরও অনেকে।