সজীব আল হোসাইন | নিউজ ডেস্ক :
অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু
তৃতীয় বারের মত নির্বাচিত হওয়ার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপ্রতি ও স্থানীয় সংসদ সদস্য।
নির্বাচিত হয়ে তিনি তার কর্মী সমর্থক ও শতাধিক প্রাভেটকার,মোটরসাইকেল বহর নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সঙ্গে।
এই সময় এমপি মহোদয় নির্বাচিত প্রার্থীকে ফুলের মালা পুড়িয়ে বরণ করেন।এছাড়া অষ্টগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রশংসা করেন।
নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক,বর্তমানে জেলা বিএনপি সদস্য। হাওরের মানুষকে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।