
অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণ নতুন মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি ট্রেজারি ডিপার্টমেন্টের প্রকাশিত এক তথ্যে বলা হয়, প্রথমবারের মতো ৩১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। দেশটিতে সুদের হার ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে, সেই সাথে বেড়েই চলেছে মুদ্রাস্ফীতির হার। মঙ্গলবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে বলা হয়, ইতিহাসে প্রথমবারের মতো ৩১.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ। বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন এই ঋণের পরিমাণ ছিল ২৭.৭৫ ট্রিলিয়ন ডলার। মাত্র পাঁচ বছর পূর্বেই এই ঋণ ছিল ২১ ট্রিলিয়ন ডলার। ২০১৭ সালে ডনাল্ড ট্রাম্প যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন এই ঋণ ছিল ১৯.৯৪ ট্রিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, কোভিড-১৯ মহামারি মোকাবেলা করতে গিয়েই অতিরিক্ত ঋণ নিতে হয়েছে বাইডেনকে।
