জার্মানিতে পোশাক রফতানি কমল ১৫ শতাংশ

জার্মানিতে পোশাক রফতানি কমল ১৫ শতাংশ

অনলাইন ডেস্ক :

দেশের তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষ বাজার জার্মানিতে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১৫.১০ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। এসময় দেশটিতে মোট রফতানি হয়েছে ২৩০ কোটি ৭৭ লাখ ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ২৭১ কোটি ৮১ লাখ ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রকাশ করা দেশভিত্তিক প্রধান প্রধান বাজার বিশ্লেষণে এই তথ্য পাওয়া যায়।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পোশাক খাতের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপের দেশ জার্মানি ঋণাত্মক প্রবৃদ্ধি উদ্যোক্তাদের দুশ্চিন্তার বড় কারণ হতে পারে। এজন্য তারা অর্থনৈতিক মন্দা বড় কারণ হতে পারে বলে মনে করেন।

পরিসংখ্যান অনুসারে দেখা যায়, চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই-নভেম্বর ইউরোপীয় ইউনিয়নে মোট পোশাক রফতানি হয়েছে ৯০৫ কোটি ডলারের। এসময় মোট প্রবৃদ্ধি হয়েছে ০.১৮ শতাংশ। মোট রফতানির হিস্যা ৪৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *