সুখবর পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর

সুখবর পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর

অনলাইন ডেস্ক :

গত বছর ক্রিকেট বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের কারণে কঠোর সমালোচনায় নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। দুই সিরিজ পর তাকে ফের অধিনায়কত্বে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্ব ফিরে পাওয়ার পর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১২৫ রান করেন বাবর আজম। দুই দল মিলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন বাবর। তার চেয়ে মাত্র ১ রান বেশি করেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক চাপম্যান।

২৭ এপ্রিল লাহোরে সিরিজ হারের শঙ্কার ম্যাচে ৪৪ বলে ৬৯ রান করেন ম্যাচ জয়ে বড় অবদান রাখেন বাবর আজম। সিরিজে ৪ ম্যাচে ১২৫ রান করে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন বাবর আজম।

আজ আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ভারতীয় তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবেরর সঙ্গে কিছুটা দূরত্ব কমিয়েছেন।

বাবর আজম বর্তমানে আছেন র‌্যাংকিংয়ে ৪ নম্বরে। ১০ রেটিং পয়েন্ট বেড়ে তার রেটিং পয়েন্ট এখন ৭৬৩। বাবরের সঙ্গে সূর্যের দূরত্ব এখন ৯৮।তার রেটিং পয়েন্ট ৮৬১। তালিকার দুই নম্বরে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের রেটিং পয়েন্ট ৮০২। তিন নম্বরে থাকা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৭৮৪।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ১০৪ রান করে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়েছেন ফখর জামান। বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে শাহিন শাহ আফ্রিদির। তিন ধাপ এগিয়ে পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার এখন ১৪ নম্বরে।

লাহোরে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-২-এ ড্র করেছিল পাকিস্তান। সেই ম্যাচে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আফ্রিদি। ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *