অনলাইন ডেস্ক :
সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান মডেল আর্থার উরসোকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, পৃথিবীতে তার মোট স্ত্রীর সংখ্যা ৯ টি। আর এই ৯ জন স্ত্রীকে নিয়ে সংসার করছেন আর্থার। তার সংসারে কোনো অশান্তি বা সমস্যাও নেই। স্ত্রীদের উপহার দেয়ার জন্যই সম্প্রতি ৯ লাখ টাকা খরচ করেছেন তিনি। স্ত্রীদের শিডিউল করে সামলান বলে জানান আর্থার। তার স্ত্রীরা মোটামুটি সবাই খুশি। তারা নিজেরাও একে অপরের দারুণ বন্ধু। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, আগে আর্থারের একজনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে তিনি পরপর ৯ জন গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেন৷ সবাইকে সমান ভালোবাসেন তিনি। সবাইকে দামি উপহার দিতেও কোনো কার্পন্য করেন না।