
অনলাইন ডেস্ক :
অবশেষে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ভাঙা হলো নয়ডার বেআইনিভাবে তৈরি সুপারটেক টুইন টাওয়ারস। মাত্র ৯ সেকেন্ডে ধুলোয় মিশে গেলো কুতুব মিনারের চেয়েও উঁচু জোড়া বহুতল ভবন দুটি।
রোববার (২৮ আগস্ট) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বিশাল বিস্ফোরণের মাধ্যমে ধুলার মেঘ তুলে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে ভবন দুটি। গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের ধারে জোড়া এই বহুতল ভবনের বিভিন্ন টাওয়ারে ভর্তি করা হয়েছিল ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক। তা দিয়েই উড়িয়ে দেয়া হয় অ্যাপেক্স এবং সিয়েন সুপারটেকের দুই ভবন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভবন দুটি গুঁড়িয়ে দেয়া হলেও এখন কর্তৃপক্ষের অন্যতম চ্যালেঞ্জ ধ্বংসস্তুপ পরিষ্কার করা। এই অভিযানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ভবন দুটি ভেঙে ফেলায় সেখানে ৫০ হাজার টন আবর্জনা তৈরি হবে। আর এসব আবর্জনা পরিষ্কারে সময় লাগতে পারে অন্তত তিন মাস।