
অনলাইন ডেস্ক :
সৌদি আরব মোট ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব দেশ থেকে প্রবাসীরা সরাসরি সৌদি আরবে আসতে পারবেন না। যদি কেউ ওই দেশগুলো থেকে সৌদি আরবে আসতে চান, তাদেরকে দু’সপ্তাহের জন্য অন্য কোনো দেশে কোয়ারিন্টিনে থাকতে হবে। তৃতীয় কোনো দেশে দু’সপ্তাহ কোয়ারিন্টিনে থাকার পর তারা সৌদি আরব আসতে পারবেন বলে দেশটির পাসপোর্ট অধিদফতরের পরিচালক জানিয়েছেন।
বর্তমানে সৌদি আরব ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই দেশগুলো হলো : ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন। কোনো প্রবাসীরা সৌদি আরবে আসার ১৪ দিন আগে এসব নিষিদ্ধ দেশ ভ্রমণ করতে পারবেন না।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ২০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। তখন এ ৯ দেশও ওই নিষেধাজ্ঞার আওতায় ছিল।
বর্তমানে সৌদি নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবার ছাড়া আর কেউ ওই ভ্রমণ নিষিদ্ধ দেশগুলো থেকে সৌদি আরবে আসতে পারবেন না।
সূত্র : সৌদি গেজেট