অনলাইন ডেস্ক :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থল বন্দর এবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ৯ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাকিব আহমেদ জুয়েল স্থলবন্দর বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষ এক চিঠির মাধ্যমে সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি ও রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তিনি আরও বলেন, আগামী শনিবার (১ অক্টোবর) থেকে ৯ অক্টোবর রোববার পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী ও শারদীয় দুর্গা উৎসব উপলক্ষ্য পণ্য আমদানি রপ্তানিসহ সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। মোট নয় দিনের ছুটি ঘোষণা করছে বন্দর কর্তৃপক্ষ। আগামী ১০ অক্টোবর সকাল থেকে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।