৮০০ বছরের পুরনো মমির সন্ধান

৮০০ বছরের পুরনো মমির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক :

৮০০ বছরের পুরনো মমি’র সন্ধান মিললো দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। পেরুর উপকূলীয়বর্তী এলাকায় খনন করে প্রাচীন সমাধিস্থল খুঁজে পায় একদল প্রত্নতাত্ত্বিক। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রত্নতাত্ত্বিক ওই দলের মুখপাত্র পিটার ভ্যান ডালেন লুনা রয়টার্সকে জানান, ‘যখন বহু বছরের পুরনো মমিটির সন্ধান পাই, তখন এটির হাত-পা গুটিয়ে ছিল। এমনকি দড়ি দিয়ে বাঁধা ছিল এবং মুখ ঢাকা অবস্থায় পাই’। এই মমটি পুরুষ না নারী তা নিশ্চিত হতে পারেনি প্রত্নতাত্ত্বিক দল। মমিটি পরিত্যক্ত মন্দিরের সমাধিস্থল থেকে আবিষ্কার করা হয়। মুখপাত্র পিটার, মমিটিকে আন্দিজ পার্বত্য অঞ্চলের অধিবাসী বলে ধারণা করছেন। এটি খতিয়ে দেখে বিস্তারিত জানানো হবে বলে জানান এই প্রত্নতাত্বিক। পেরুতে প্রায় সময় বহু বছরের পুরনো মমির সন্ধান পেয়ে আসছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *