৬ হাজার টাকায় নিজেকে ‘ভাড়া’ দেন জাপানের শোজি

৬ হাজার টাকায় নিজেকে ‘ভাড়া’ দেন জাপানের শোজি

অনলাইন ডেস্ক :

নিজেকে ‘ভাড়া’ দিয়ে জনপ্রতি গ্রাহকের কাছে থেকে ১০ হাজার ইয়েন (যা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ৬৬৫ টাকা) নিয়ে থাকনে জাপানের যুবক শোজি মোরিমোতো।

বুধবার (৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একেবারেই সাদামাটা এই জাপানিজ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার অনুসারী সংখ্যা প্রায় আড়াই লাখ। সেখান থেকে তিনি সিংহভাগ গ্রাহকের সন্ধান পান। এদের মধ্যে অনেকেই তাকে একাধিকবার ভাড়া করেছেন। এক গ্রাহক তো তার সঙ্গ পেতে ২৭০ বার ডেকেছেন। রয়টার্সকে শোজি বলেছেন, ‘আমি মূলত নিজেকে ভাড়া দেই। আমার কাজ হলো, গ্রাহক যেখানে চান সেখানে থাকা, এর বেশি কিছু নয়।’ এই কাজ করে গত চার বছরে অন্তত চার হাজার সেশন কাটিয়েছেন শোজি। দিনে কত আয় হয় তা বলতে অস্বীকার করলেও জাপানি এ যুবক জানিয়েছেন, তিনি দৈনিক এক থেকে দুইজন গ্রাহক নেন। মহামারির আগে এটি ছিল দিনে তিন থেকে চারজন। শোজি বলেন, ‘মানুষ মনে করে, আমার কিছু না করা মূল্যবান। কারণ এটি (অন্যদের জন্য) দরকারি। কিন্তু কিছু না করা খারাপ না। মানুষকে কোনো নির্দিষ্ট নিয়মেই ব্যবহার উপযোগী হতে হবে, তা নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *