অনলাইন ডেস্ক :
৪ বোনের একটি চোর চক্র। তারা জেলায় জেলায় ঘুরে চুরি করতেন। এই চক্রের সদস্য চার বোনকে রাজধানীর উত্তরা থেকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তারা হলেন, আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)।
গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উত্তরা ১২ নং সেক্টরের একটি ফ্ল্যাটে চুরির চেষ্টাকালে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। জানা গেছে, আটক চার বোন ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে মুন্নি আক্তার ও পিয়ারা খাতুন আপন দুই বোন। আকলিমা খাতুন ও তামান্না আক্তার তাঁদের চাচাতো ও ফুপাতো বোন। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে ] বলেন, ‘উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় চুরির চেষ্টাকালে চার বোনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক হওয়া চারজন বিভিন্ন জেলায় ঘুরে বাসায় কাজের বাহানায় ঢোকেন। পরে তারা সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু তারা একেক সময় একেক জেলায় ঘুরে ঘুরে চুরি করতেন, তাই তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বেগ পেতে হয়।’