অনলাইন ডেস্ক :
পদ্মা সেতুর টোল আদায় ২০০কোটি টাকা ছাড়িয়েছে। গত ২৬ জুন থেকে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ পর্যন্ত ৯২ দিনে মাওয়া ও জাজিরা প্রান্তে মোট ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়া দুই প্রান্ত দিয়ে সেতু পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্ব) পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। সেতু বিভাগ সূত্র জানিয়েছে, প্রতিদিন গড়ে পদ্মা সেতু দিয়ে ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে। আর গড়ে দৈনিক টোল আদায় হয়েছে দুই কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা। এরমধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা আদায় হয়েছে। ওই মাসে সর্বোচ্চ পাঁচ লাখ ৮৭ হাজার ২০টি যানবাহন পারাপার হয়েছে। আর প্রতিটি যানবাহন থেকে গড়ে এক হাজার ৩৮৯ টাকা টোল আদায় হয়েছে।