অনলাইন ডেস্ক :
একুশে টেলিভিশনে ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হয় চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে। আজ ৭ ডিসেম্বর মঙ্গলবার নাটকটির ২৫টি পর্ব প্রচারিত হবে। নাটকটি লিখেছেন রেজাউর রহমান রিজভী ও পরিচালনা করেছেন এমদাদুল হক খান।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন- রওনক হাসান, কাজী উজ্জল, আব্দুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, খালিদ হোসেন সম্রাট, লাক্স সুপারস্টার অরিন, চলচ্চিত্র অভিনেতা শিপন মিত্র, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, আহমেদ সাব্বির রোমিও, রিমু খন্দকার, এলিনা শাম্মী, ফেরারী অমিত, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু, আজম খান, তামান্না সরকার, কাদরী, সাইকা আহমেদ, ফরহাদ হায়দার, রওশন শরীফ, রোবাইদা খান এষা, আশা, আশরাফুল আশীষ, কানিজ শবনম সুখী, সানিয়া জারা, আনোয়ার হোসেন সহ আরো অনেকেই।
নাটকটি প্রসঙ্গে নাট্যকার রেজাউর রহমান রিজভী বলেন, আজ ২৫তম পর্বে পদার্পন করতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’। নাটকটি নিয়ে ইতিমধ্যে দর্শক- সমালোচকদের কাছ থেকে আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। বিশেষত নাটকটির সংলাপ দর্শকরা পছন্দ করেছেন। আর দর্শকদের ভালো লাগার মাঝেই আমাদের সার্থকতা।
প্রসঙ্গত, ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকটি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯-৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে।