অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা মনে করেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে বাংলাদেশ। তবে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে কোনো ভবিষ্যদ্বাণী করতে চাননি তিনি। অবশ্য এর কারণটাও খোলাসা করেছেন মাশরাফি। তার মতে, সেমিফাইনাল ও ফাইনাল জিততে হলে পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যেরও প্রয়োজন আছে। মাশরাফি তাই সেমিফাইনাল পর্যন্ত প্রেডিকশন করে বলছেন, ২০২৩ বিশ্বকাপের শেষ চারে থাকবে বাংলাদেশ। মাশরাফি বলেন, ‘সেমিফাইনাল পর্যন্ত বলা যায় এই দল উঠবে, এটা আমার বিশ্বাস। যেহেতু ভারতে খেলা। ২০১৯ এর বিশ্বকাপের পর আমি বলেছিলাম- বিশ্বকাপ জেতার মত এই দলটার সম্ভাব্য সব কিছুই আছে। তবে এজন্য অবশ্যই খেলোয়াড়দের ফিট থাকতে হবে। এখনও কিন্তু দেড় বছর বাকি। তার আগে অনেক ম্যাচ আছে, সিরিজ আছে। সেগুলোও ভালোভাবে শেষ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্বকাপের আগে ফর্মে থাকা ও সুস্থ থাকাও জরুরী। বিশ্বকাপ জয়ের জন্য ভাগ্য প্রয়োজন। শুধু ভালো খেললে বিশ্বকাপ জয় হয় না। সেমিফাইনালে ওঠার পর শুধু ভালো খেললেই হবে না। সেমিফাইনাল এবং ফাইনাল জিততে হলে ভাগ্যেরও দরকার আছে।’