অনলাইন ডেস্ক :
মাত্র ১০ দিনে সাড়ে চার হাজারের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আর ৫ হাজার ২৭০ জন করদাতা রিটার্ন প্রস্তুত করেছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সবশেষ হালনাগাদের সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী আগস্ট মাসের ২৫ তারিখ থেকে এ বছর অনলাইনে রিটার্ন জমা শুরু হয়। এর মাত্র ১০ দিনের মাথায় অর্থাৎ ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৪ হাজার ৬৭১ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। সে হিসাবে প্রতিদিন গড়ে ৪৬৭ জন করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এদিকে এ সময়ে মধ্যে সব মিলিয়ে ১ লাখ ১৮ হাজার ২৮১ জন অনলাইনে রিটার্ন জমাসহ অন্যান্য সেবার জন্য নিবন্ধন করেছেন।