অনলাইন ডেস্ক :
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে সতর্ক করে বলেছেন, উত্তর সীমান্তে ইসরায়েলের শত্রুদের যে কোনো ভুল, হিজবুল্লাহর জন্য ‘অকল্পনীয় মূল্য’ বয়ে আনবে।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের সঙ্গে ভুল করবেন না।’ শুক্রবার ভাষণে নাসরুল্লাহ বলেন, লেবানন ৮ অক্টোবর থেকেই যুদ্ধে যোগ দিয়েছে। ইয়েমেন ও ইরাকের অস্ত্রধারী গোষ্ঠী যারা ইসরায়েলের লক্ষ্যে হামলা চালিয়েছে, তাদেরকে তিনি ধন্যবাদ জানান। এগুলো নিয়ে ইরানের ‘প্রতিরোধের অক্ষ’ গঠিত।
গাজা সীমান্তের নিকটবর্তী বেশ কয়েকটি শহর খালি করার পর ইসরায়েল ‘আর্থিক চাপের মধ্যে’ রয়েছে বলেও অভিহিত করেছেন নাসরুল্লাহ। তিনি বলেন, ইসরায়েল উদ্বিগ্ন যে যুদ্ধের ফ্রন্ট বাড়তে পারে।