আন্তর্জাতিক ডেস্ক :
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে এক লাখের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। এতে ভয়ঙ্কর নিরাপত্তা হুমকিতে ইসরায়েল, কারণ এসব ক্ষেপণাস্ত্র দখলদার ইহুদিবাদী দেশটির যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের হিব্রু ভাষার ‘ইসরায়েল হাইয়ুম’ নামের পত্রিকা এমন আতঙ্কের খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, পরিস্থিতির পরিবর্তন করতে হলে ইসরায়েলকে বহু পথ পাড়ি দিতে হবে। যদিও আঞ্চলিক রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব ও ভূমিকার প্রেক্ষাপটে ইসরায়েল বহুমুখী সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করেছে। তারপরও ইসরায়েলের সরকার মারাত্মকভাবে নিরাপত্তা বলয় নিয়ে ভুগছে এবং সামরিক শক্তির অভাব রয়েছে।