অনলাইন ডেস্ক :
গত কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী থাকার পর কমতে শুরু করেছে ডিমের দাম। বুধবার (১৭ আগস্ট) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সচিবালয়ে সাংবাদিকদের ডিম আমদানি করার কথা জানানোর পরেই ডিমের দাম হালিতে ৫ থেকে ১০ টাকা কমেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর বাজারগুলোতে লাল ও সাদা ডিম হালিপ্রতি ৫০ টাকা করে বিক্রি হয়। যা আগেরদিন বুধবার (১৭ আগস্ট) বিক্রি হয়েছে ৫৫ টাকা হালিতে। কোথাও কোথাও হালিপ্রতি বিক্রি হয়েছে ৬০ টাকা করে। ওই হিসাবে খুচরা বাজারে একদিনের ব্যবধানে হালিপ্রতি ডিমের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। তবে যারা ডজন কিংবা এক কেস ডিম কিনছেন তারা আরও কম দামে কিনতে পারছেন। এক্ষেত্রে ডজনে ৫ থেকে ১০ টাকা কমে ১৪০ থেকে ১৪৫ টাকায় কিনতে পারছেন তারা। শুক্রাবাদ কাঁচাবাজারের ব্যবসায়ী আবু সাইফ জানান, ডিমের দাম আজ অনেকটাই কমেছে। গতকাল ছিল ৫৫ টাকা, আর আজ তা ৫০ টাকায় বিক্রি করছি। আড়ত থেকে কম দামে কিনতে পারায় তারাও কমে বিক্রি করতে পারছেন বলে জানান ওই ব্যবসায়ী।