আন্তর্জাতিক ডেস্ক :
হাইতির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যারিয়েল হেনরি। তিনি মঙ্গলবার শপথ গ্রহণ করেন। হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রেসিডেন্ট মইসি নিহত হওয়ার পরে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ক্লদে জোসেফ। গত সোমবার তিনি পদত্যাগ করেন। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী পোর্ট আ প্রিন্সে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হেনরি। শপথ গ্রহণের পর দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি। দায়িত্ব পাওয়ার পর নিহত প্রেসিডেন্ট মইসি হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আনেন অ্যারিয়েল হেনরি। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।