অনলাইন ডেস্ক :
সম্প্রতি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স ব্র্যান্ডটির যেকোনো মডেলের নতুন স্মার্টফোন ক্রয়ে গ্রাহকদের আকর্ষণীয় সব পুরস্কারের ক্যাম্পেইন জন্য নিয়ে এসেছে। জানা গেছে, গত ২৮ জুন থেকে ইনফিনিক্সের এই প্রমোশনাল অফার শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ জুলাই অর্থ্যাৎ পবিত্র ঈদুল আজহার আগ পর্যন্ত। পুরস্কার বিজয়ী ইনফিনিক্স ভক্তরা কক্সবাজার উড়ে যেতে পারবেন তাদের সঙ্গী সহ এবং তাদের জন্য রয়েছে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ। ইনফিনিক্সের প্রমোশনাল অফারে কক্সবাজার ভ্রমণের এই আকর্ষণীয় এবং প্রথম পুরস্কারের পাশাপাশি, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ১ হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ। এছাড়া, ইনফিনিক্স গ্রাহকরা ব্র্যান্ড আউটলেট থেকে যেকোনো ‘নোট’ কিংবা ‘হট’ সিরিজের মোবাইল কিনে আরও পাচ্ছেন একটি গিফট বক্স যাতে থাকছে টি-শার্ট ও স্টাইলিস স্পোর্টি ওয়াটার বোতল।