সারাদেশ ডেস্ক :
স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রামের তিনটি পশুর হাটকে ১২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস’র নেতৃত্বে নগরের কর্ণফুলী পশুর হাট, পোস্তারপাড় হাট ও বিবিরহাটে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। তাছাড়া কোরবানি পশুর হাটে স্বাস্থ্যবিধি মানাতে চসিকের এ অভিযান অব্যহত থাকবে।