
অনলাইন ডেস্ক :
স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়াতে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন এক যুবক। তিনি হোয়াটসঅ্যাপে ডিভোর্সের বার্তা পাঠিয়ে বিপাকে পড়বেন তা ঘুণাক্ষরেও ভাবেননি তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুনের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে হোয়াটস অ্যাপে তিন তালাক দেওয়ার অভিযোগে স্ত্রী মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ওই তরুণীকে তার স্বামী ও শাশুড়ি যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। যৌতুক দিতে না পারায় চলতি বছরের শুরুতে ওই তরুণী ও তার শিশু কন্যাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির ২০১৯ সালে পাস হওয়া আইন অনুযায়ী দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া তাৎক্ষণিকভাবে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে।