ক্রিকেট ডেস্ক :
দাপুটে জয় দিয়ে সুপার টুয়েলভের পথ নিশ্চিত করল টাইগাররা। পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিলো বাংলাদেশ। ৮৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে মাহমুদুল্লাহ বাহিনী। এর মাধ্যমেই সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলল টিম টাইগার। মাসকাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান তোলে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও মাহমুদউল্লাহ (৫০), সাকিব (৪৬), লিটন (২৯), আফিফ (২১) এবং সাইফউদ্দিনের (১৯) দায়িত্বশীল ব্যাটিং চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় পিএনজির সামনে। রান তাড়ায় নামা পাপুয়া নিউগিনির বিপক্ষে শুরুতেই পেসারদের নামিয়ে দিয়েছে বাংলাদেশ। সাইফউদ্দিন ও তাসকিন নেন দুইটি করে উইকেট। অলরাউন্ডার সাকিব ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ফের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।