অনলাইন ডেস্ক :
সিলেটে পৃথক ৩ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। র্যাব-৯ মিডিয়াসেল সোমবার বেলা সোয়া ১টায় এ বিষয়ে বিস্তারিত জানায়। র্যাবের বক্তব্যে জানা যায়, সোমবার দিনগত রাত আড়াইটায় কানাইঘাটের চতুল বাজারে একটি দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় ১৯ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করে। রবিবার রাত পৌনে ১১টায় তারাপুর চা বাগান এলাকায় গাঁজাসহ ৫ যুবককে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে রবিবার বিকেলে সুনামগঞ্জ সদরের উত্তর ফেনীবিল গ্রাম থেকে বিদেশি ২৩ বোতল মদ এবং পলাতক আসামি সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আটকৃত মাদক ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।