অনলাইন ডেস্ক :
সিলেট সিটি কর্পোরেশনের পানির বর্ধিত বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ, এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কমানো, গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান্টের কাজ দ্রুত শুরু করা এবং বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ তরান্বিত করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকেলে নগরের জিন্দাবাজার পয়েন্টে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ এ কর্মসূচি পালন করে। কর্মসূচির আগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন।