অনলাইন ডেস্ক :
দেশব্যাপী ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে সারাদেশে ২০০ অসাধু ব্যবসায়ীকে প্রায় কোটি টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন সামগ্রী ধ্বংস করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে বলে জানায় র্যাব। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেন। ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে ২০৫ জন অসাধু ব্যবসায়ীকে ৯৭ লাখ ২৮ হাজার ৫০০ জরিমানা করা হয়।