
অপরাধ ডেস্ক :
ঢাকা জেলার সাভার মডেল থানাধীন নিশ্চিন্তপুর এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল কালাম ভাঙ্গারী কালামকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় বিদেশী পিস্তল ও হেরোইন উদ্ধার করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের বিরুলিয়া আকরাইল এলাকা থেকে চিহ্নত এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন-গুলি ও ২৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ২০০৪ সালে ভাঙ্গারী ব্যবসা ছেড়ে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যাবসার সঙ্গে যুক্ত হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।