অনলাইন ডেস্ক :
সাবেক প্রেমিকের নামে মামলা দায়ের করেছেন দক্ষিণী ছবির নায়িকা অমলা পল। প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে ভিলুপুরাম থানায় ভবনিন্দুর সিং দত্তের নামে মামলা দায়ের করেন তিনি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে জানিয়েছে ইতোমধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এর আগে অমলা-ভবনিন্দুর মাঝে বন্ধুত্ব তৈরি হয় ২০১৮ সালে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাদের ঘনিষ্ঠতা। বিয়ে করবেন বলেও একাধিকবার বলেছেন এই জুটি। ভবনিন্দু ও অমলা পল যৌথভাবে প্রযোজনা সংস্থা চালু করেন। এতে অনেক অর্থ বিনিয়োগ করেন অমলা। অভিনেত্রীর বাসার পাশেই প্রযোজনা সংস্থার অফিস নেন; সেখানে দুজনেই দেখাশোনা করতেন। পরে ভিলুপুরাম জেলার অন্য একটি শহরে অফিস স্থানান্তর করা হয়। আর সেখান থেকেই টানাপড়েন তৈরি হয়।